হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ এনে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেছেন চার কৃষক। তাঁরা জেলার দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ করেন।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে কৃষকদের এ অনশন শুরু হয়েছে। কৃষকদের দাবি, বাঁধের কাজে অনিয়ম হওয়ার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা অনশনে বসেছেন।
অনশনে থাকা চার কৃষক হলেন দোয়ারাবাজার উপজেলার মাঝেরগাঁও গ্রামের আবদুন নুর (৭০), আবদুল জলিল (৬৫), আবদুর রউফ (৫৫) ও বড়বন গ্রামের আবদুল জলিল (৬০)। অনশন চলাকালে তাঁদের দাবির প্রতি সংহতি জানান হাওর বাঁচাও আন্দোলন ও জেলা ছাত্র ইউনিয়নের নেতারা।
gg
OC
Tuesday, March 3, 2020
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ অনশনে বসেছেন চার কৃষক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment